ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

ahotaপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে পাউবোর স্লুইস গেইট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আলমগীর নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করে। ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের দূর্গম দক্ষিন মগনামা কাকপাড়া এলাকায়। আহতরা হলেন কাকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর (৩০), মানিকের ছেলে রিদুয়ান (২৫), জামাল হোসেনের ছেলে আব্দু শুক্কুর(২২), আশরাফ আলীর ছেলে শহিদুল্লাহ (৩০) ও কালারপাড়া এলাকার আহমদ হোছনের ছেলে আক্তার আলম (২৮), শুদ্ধখালী পাড়া এলাকার নুরুল আলমের ছেলে শফিউল কাদের (৩৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাকপাড়ায় পাউবোর স্লুইচগেইট নিয়ন্ত্রন নিয়ে কাদের বলির পাড়ার শাহ আলমের ছেলে দেলোয়ার মাঝির সাথে বেদেরবিল পাড়ার আনসার মাঝি ও নুরুল হোছন মাঝির মধ্যে বিরোধ চলছিল। ঘটনারদিন সকালে দুপক্ষ লোকজন নিয়ে কাকপাড়ায় স্লুইচ গেইটে অবস্থান নেয়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানান, দক্ষিন মগনামার পাউবোর ওই স্লুইচগেট দিয়ে হাজার হাজার মণ লবন বোটে ভর্তি করা হয়। তারা পানির ট্যাক্স নামে প্রতিমণ লবন থেকে টাকা নিয়ে থাকেন চাষী ও ব্যবসায়ীদের কাছ থেকে। ঘটনার দিন আধিপাত্য নিতে দু’পক্ষ অবস্থান সুসংহত করে। কাকপাড়া এলাকার লেদু মেম্বারের ছেলে মোবারক একটি পক্ষের নেতৃত্ব দেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

পাঠকের মতামত: