ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় জেএসসি পরীক্ষার্থী দুই বোনকে পিটিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় জয়নাব সোলতানা নূরী (১৪) ও শাহিনুর আক্তার (১৩) নামের দুই জেএসসি পরীক্ষার্থী দুই বোনকে পিটিয়ে জখম করা হয়েছে।

বুধবার (৬নভেম্বর) পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জয়নাব সোলতানা নূরী ও শাহিনুর আক্তার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া এলাকার ফরিদুল আলমের মেয়ে। তারা উভয়ই পেকুয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে।

আহত জয়নাব বলেন, পড়াশোনার জন্য আমরা মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলাম। বুধবার সন্ধ্যায় আমি নামাজের জন্য ওযু করতে টিউবওয়েলে যাচ্ছিলাম। এসময় তুচ্ছ কথাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী জমিলা বেগম, তার মেয়ে জেসমিন ও মনোয়ারা আমাকে লাটি ও লোহার রড় দিয়ে আঘাত করে। এসময় আমাকে উদ্ধার করতে আসলে আমার বোন মনোয়ারাকেও মারধর করে তারা। পরে আমাদের আত্ম চিৎকারে স্থানীয়রা বাসিন্দারা এগিয়ে আসে। তারা আমাদের উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: