ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় উপকারভোগিদের মাঝে বিনামুল্যে নলকুপের সরঞ্জামাদি বিতরন

ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি.:::

পেকুয়ায় বিশুদ্ধ পানি সংকট দূরীভুত করতে ১৫জন উপকারভোগিদের মাঝে বিনামুল্যে গভীর নলকুপের সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বিনামুল্য নলকুপ সরঞ্জামাদি বিতরনের এ প্রকল্প হাতে নেয়। আর ওই প্রকল্প বাস্তবায়ন করছেন পেকুয়া উপজেলা পরিষদ। গতকাল ২৪ এপ্রিল রবিবার পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে বিশুদ্ধ পানির অবাধ সংকট মেটানোর জন্য ১৫ জন উপকারভোগির মাঝে নলকুপ সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যেগে এর শুভ সূচনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি ও উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ জামাল। জানাগেছে, সরকার প্রত্যান্ত এলাকায় সুপেয় পানির সংকট লাঘব করতে দেশব্যাপী নলকুপ সরঞ্জামাদি বিতরনের প্রকল্প হাতে নিয়েছে। বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরের পেকুয়ার জন্য প্রায় ৪ লাখ ৮৯ হাজার ৪শত ৫৭ টাকা বরাদ্ধ দেন। ওই প্রকল্পের আওতায় ওইদিন উপকারভোগিদের মাঝে এসব সরঞ্জামাদি বিতরন করা হয়েছে।

পাঠকের মতামত: