ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় আ’লীগ ,বিএনপি , জামায়াতের একক প্রার্থী তালিকা

photo-1451525276এইচ এম রিয়াজ, পেকুয়া :

সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ । আর, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারে দেশে সর্বপ্রথম এ নির্বাচন হবে নিজ নিজ দলীয় প্রতিকেই।

তাই,কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে বিএনপি-জামায়েত ও আ’লীগ চুড়ান্তভাবে তাদের মনোনীত একক প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

যার মধ্যে বিএনপি’র হয়ে ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়েছে তারা হলেন-

১) পেকুয়া সদর ইউনিয়ন: এম বাহাদুর শাহ, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি।

২) শিলখালী ইউনিয়ন: নুরুল হোসাইন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি।

৩) টইটং ইউনিয়ন: রমিজ উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি।

৪) রাজাখালী ইউনিয়ন: আনোয়ার হোসাইন সিকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি।

৫) উজানটিয়া ইউনিয়ন: রেজাউল করিম চৌধুরী মিন্টু,সাধারণ সম্পাদক উজানটিয়া ইউনিয়ন বিএনপি।

৬) মগনামা ইউনিয়ন: শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, সাবেক ছাত্রদল নেতা।

৭) বারবাকিয়া ইউনিয়ন: ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকদল।

এ ব্যাপারে, পেকুয়া উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বলেন, উল্ল্যেখিত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে,আ’লীগ’র হয়ে যারা নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছে তারা হলেন-

১) পেকুয়া সদর ইউনিয়ন: এড. কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা সম্পাদক কক্সবাজার জেলা আ’লীগ।

২) উজানটিয়া ইউনিয়ন: এ টি এম শহীদুল ইসলাম চৌঃ, বর্তমান চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি পেকুয়া উপজেলা।

৩) মগনামা ইউনিয়ন: খাইরুল এনাম, সভাপতি মগনামা ইউনিয়ন আ’লীগ।

৪) রাজাখালী ইউনিয়ন: এম এ আজমগীর চৌঃ,ভারপ্রাপ্ত সভাপতি পেকুয়া উপজেলা আ’লীগ।

৫) বারবাকিয়া ইউনিয়ন: জি এম আবুল কাশেম, সিঃ সহ-সভাপতি যুবলীগ কক্সবাজার জেলা। ৬) শীলখালী ইউনিয়ন: কাজিউল ইনসান,সাংস্কৃতিক সম্পাদক পেকুয়া উপজেলা আ’লীগ।

৭) টইটং ইউনিয়ন: জাহেদুল ইসলাম চৌঃ, সাধারণ সম্পাদক টইটং ইউনিয়ন আ’লীগ।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, জামায়েতে ইসলামী সাত ইউনিয়নে নির্বাচন করার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করেছে তারা হলেন-

১) মগনামায় ইউনিয়ন: শহিদুল মোস্তফা,বর্তমান চেয়ারম্যান মগনামায় ইউনিয়ন।

২) বারবাকিয়া ইউনিয়ন: এ এইচ এম বদিউল আলম, বর্তমান চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন।

৩) পেকুয়া সদর ইউনিয়ন: মৌলানা ইমতিয়াজ উদ্দিন,সেক্রেটারী জামায়েতে ইসলামী পেকুয়া উপজেলা।

৪) উজানটিয়া ইউনিয়ন: আবু সুফিয়ান।

৫) টৈটং ইউনিয়ন: হাসান শরীফ।

৬) শিলখালী ইউনিয়ন: মোঃ ইলিয়াছ।

৭) রাজাখালী ইউনিয়ন: এড. হুমায়ুন কবির।

জামায়েতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জোটগতভাবে নয় স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে পেকুয়ার সাত ইউনিয়নে নির্বাচন করবো।

পাঠকের মতামত: