ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ডুলাহাজারা বিএনপির প্রবীণ নেতা মাইজ্জা মিয়ার মৃত্যু

চকরিয়া প্রতিনিধি ::   চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম প্রকাশ মাইজ্জা মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রবিবার (৩০ আগষ্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ডুলাহাজারা উলুবনিয়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যকালে তার বয়স বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৬ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক। মাইজ্জা মিয়া দীর্ঘ সময় ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন।

একই দিন রবিবার পবিত্র এশা’র নামাজের পর উলুবনিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের ভাইপো ইউনিয়ন ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ সোহেল।

এদিকে ডুলাহাজারা বিএনপি’র প্রবীণ নেতা মাইজ্জা মিয়ার মৃত্যুতে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ ইউনিয়ন, উপজেলা, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পাঠকের মতামত: