ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে অস্ত্র মামলায় ‍দুইজনের কারাদণ্ড

adalotচট্টগ্রাম প্রতনিধি ::

২৭ বছর আগে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় দুজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জজ হোসনে আরা।

বুধবার তিনি এই রায় দেন।

দণ্ডিরা হলেন- মো. শফি ও স্বরূপম মিত্র। বর্তমানে উভয়েই পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জাহাঙ্গীর আলম বলেন, ১৯৯১ সালের ১৬ জুলাই নগরীর আন্দরকিল্লা রাজাপুর লেইন থেকে দুজনকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত শেষে ওই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত  রায় দিয়েছেন। রায়ে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং গুলি রাখার অপরাধে একই আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঠকের মতামত: