ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চক‌রিয়ার কৃ‌তি সন্তান আল্লামা গাজী জাফর আহমদ বদরীর ই‌ন্তেকাল

jafor a bগিয়াস উ‌দ্দিন, পেকুয়া :::
কক্সবাজা‌রের চক‌রিয়ার কৃ‌তি সন্তান হাফেজুল হাদীস অধ্যক্ষ আল্লামা গাজী জাফর আহমদ বদরী  গতকাল শ‌নিবার রাত সাড়ে ১২টার দি‌কে চট্টগ্রা‌মের আগ্রবাদ মা ও শিশু জেনা‌রেল হাসপাতা‌লে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। ইন্না‌লিল্লা‌হি    রা‌জিউন।

মরহু‌মের ‌ছে‌লে ইরফান বিন বদরী জা‌নি‌য়ে‌ছেন, তার বাবার প্রথম নামাজে জানাযা আজ রোববার সকা‌লে চট্টগ্রা‌মের দরবারে হাশেমীয়া আলিয়ায় সকাল ১০ ঘটিকায় ইমামে আহলে সুন্নত ওস্তাজুল ওলামা কাজী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর (মুঃজিঃআঃ) এর ইমামতিতে অনুষ্ঠিত হয়ে‌ছে।

২য় নামাজে জানাযা বাদে জোহর ২ ঘটিকায় চকরিয়া পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া জয়নাল আবেদীন মহিচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। ৩য় নামাজে জানাজা চকরিয়া, বদরখালী জামে মসজিদ প্রাঙ্গণে বাদে আছর অনুষ্ঠিত হবে।
তার বাবার জানাযায় ধর্মপ্রাণ মুসলমান‌দের শ‌রিক হওয়ার জন্য অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন।

পাঠকের মতামত: