চকরিয়া প্রতিনিধি :::
চকরিয়া উপজেলা ডিজিটাল সেন্টারে প্রশিক্ষণ নিতে এসে চুরি করা একটি মোবাইল সেট ঘটনার ২০ দিন পর উদ্ধার করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ( মোবাইল ট্যাকিং) অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলটি উদ্ধার করা হয় । এসময় মোবাইল চোর পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
জানা গেছে, গত ৩ আগষ্ট উপজেলা ডিজিটাল সেন্টার হতে পরিচালক রোজিনা আক্তারের ১টি মোবাইল ফোন চুরি হয়। পরে উপজেলা ডিজিটাল সেন্টারের পরিচালক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে (ট্যাকিং) লোকেশন নিশ্চিত হয়ে লোকজন নিয়ে পরিচালক গোপনে ভরামুহুরী হাজি পাড়া রাস্তা মাথায় যায়। তাদেরকে দেখা মাত্রই মোবাইলটি ফেলে চোর আবদুল আজিজ(২৪) পালিয়ে যায়। আবদুল আজিজ ভরামুহুরীস্থ হাজি পাড়ার শফর মুল্লুকের ছেলে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত: