ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী জিয়া গ্রেফতার

Ziaur-Rahman-Zia_1বিশেষ প্রতিবেদক:

পেকুয়া উপকূলের দুর্ধর্ষ সন্ত্রাসী জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। শনিবার (৮এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এএসআই জসিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। জিয়া একই এলাকার মৃত আবদুল মালেকের পুত্র। জিয়া হত্যা, নারী নির্যাতন ও হামলাসহ একাধিক মামলার আসামী। এছাড়াও দুর্ধর্ষ সন্ত্রাসী জিয়ার অপকর্মে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। পেকুয়া থানা পুলিশ তাকে আটক করতে পারায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলার পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল (রবিবার) জেলহাজতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: