ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-১ আসনে আচরণবিধি লঙ্গন করে আ’লীগ প্রার্থীর পক্ষে শোডাউন প্রস্তুতির অভিযোগ জেলা বিএনপির

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::   কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাফর আলম ঢাকা থেকে মনোনয়ন লাভ করে কক্সবাজার-১ আসন পৌঁছালে ২৬ নভেম্বর সোমবার তাঁকে সম্বর্ধনা দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। চকরিয়া-পেকুয়ার স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা এজন্য বিশাল শোডাউন ও মটর শোভাযাত্রার আয়োজন করছে বলে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সিবিএন সহ অন্যান্য গণমাধ্যমে অভিযোগ করেছেন। এধরনের নির্বাচনী শোডাউন করা আচরনবিধির সুস্পষ্ট লংঘন উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। আাচরনবিধি লংগন করে এধরনের শোডাউন ও মোটরশোভাযাত্রা করা হলে নির্বাচনে দায়িত্বপালনরত কর্তৃপক্ষের ব্যাপারে ভোটারদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি হবে বলে জেলা বিএনপি নেতৃবৃন্দ আশংকা পোষন করেছেন।

পাঠকের মতামত: