ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে হোটেল থেকে উখিয়ার ঠিকাদার অপুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার শহরের লালদীঘিরপাড়ের একটি হোটেল থেকে অপু বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে লীলদীঘির পাড়ের আবাসিক হোটেল সৌদিয়া’র একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন নিহত অপু বড়ুয়া ২ সন্তানের জনক এবং উখিয়ার উপজেলার শৈলেরডেবা গ্রামের সুধীর বড়ুয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বান্দরবান এলাকায় ঠিকাদারী কাজ করে আসছিল। তার এক মেয়ে উখিয়া কলেজের ২য় বর্ষের ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মাইন উদ্দিন বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা ষ্পষ্ট নয়।

তবে প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে অপু’র মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়না তদন্ত ছাড়া অপু’র লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশ।

পাঠকের মতামত: