ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

ফারুক আহম, উখিয়া ॥

উখিয়ার ক্লাশ পাড়া গ্রামে পাহাড়ের মাটি চাপা পড়ে তারেক (২৪) নামক এক দিনমজুর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ বড় বিল গ্রামে মাটির চাপা পড়ে তিনি মারা যায়। তারেক ওই এলাকার বদিউল আলমের পুত্র।

জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ বড় বিল গ্রামে মাটি কাঠতে গেলে হঠাৎ পাহাড় ধ্বসে যায়। ওই সময় অন্যান্যরা বেঁচে গেলেও মাটির চাপা পড়ে যায় দিনমজুর তারেক। গ্রামবাসীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে কোটবাজারে একটি ক্লিনিকে আনলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটি চাপা পড়ে তারেক ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে গ্রামের বাড়ীতে আত্বীয়স্বজনের ভীড় জমে।

পাঠকের মতামত: