ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ঈদগাঁও বাজারে রিক্সা চালককে পিটিয়ে হত্যা

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::

সদরের ঈদগাঁও বাজারে আবদুল মজিদ (২৮) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ঈদগাঁওর উত্তর মাইজপাড়ার মৃত আবুল বশর মিস্ত্রির পূত্র বলে জানা গেছে। বর্তমানে স্বপরিবার থাকে মেহেরঘোনা হাসিনা পাহাড় এলাকায়। ঘটনায় জড়িত খুনি এখনো আটক হয়নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার এলাকায়। নিহত পরিবার ও পুলিশ সূত্র মতে, নিহত মজিদ স্থানীয় দোকানদার আবদুল খালেককে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়। এই সময় জালালাবাদের রাবারড্যামের শোনা মিয়ার পুত্র মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়। তারই জের ধরে মজিদের উপর হামলা করে মহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ঈদগাঁও ২নং ওর্য়াড় মেম্বার বজলুর রশিদ।
এলাকার লোকজনের মতে,নিহত মজিদ অত্যন্ত ভাল ছেলে,এলাকায় সহজ সরল ছিল। সকলের কাছে ভদ্র ভাষায় কথা বলত। তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িত খুনিকে আটক পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী এলাকাবাসীর। নিহতের খবর শুনে বাসষ্টেশনস্থ হাসপাতালে সকালের দিকে আত্বীয় স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন ভীড় করে তাকে এক নজর দেখতে।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের মতে,খবর পেয়ে নিজেই ঘটনাস্থল এবং ক্লিনিকে যায়।
এসআই শাহাজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: