ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও :: কক্সবাজারের সদরের পাহাড়ী জনপদ ঈদগাঁও -ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও ইয়াবাসহ গুলিবিদ্ধ অজ্ঞাত ৩০ শোর্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।রবিবার সকাল ৮ টার দিকে পথচারীরা এ লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।ঐসময়ে লাশের পাশে পড়ে থাকা একটি অস্ত্র এবং ইয়াবাও উদ্ধার করে।সূরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠালেও নিহতের পরিচয় কিংবা ঘটনার কোন ক্লুক এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছেনা বলে লাশ উদ্ধারকারী কর্মকর্তা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু বকর ছিদ্দিক জানান।তিনি আরো বলেন,লাশেরে পরিচয় পাওয়া যায়নি এবং লাশের পাশ থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র এবং ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর,অনেকেই লাশটি কক্সবাজার পৌর শহরের বইল্লা পাড়ার রফিকুল ইসলামের হতে পারে বলে একাধিক কমেন্টে উল্লেখ করেছে।তবে তা এখনো গুন্জন বলে মনে হচ্ছে । লাশটি চলমান বন্দুক যুদ্ধের আরেকটি বলি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় লোকজন। এঘটনার পর ঈদগাঁও ও আশ পাশের ইয়াবা কারবারি ও হুন্ডি চক্রের মধ্যে আতংক দেখা দেবে বলে ধারণা করছে সসচেতন জনসাধারণ।

পাঠকের মতামত: