ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ইসলামী ঐক্যজোটের সাথে হাসিনা আহমেদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ::

ইসলামী ঐক্যজোট পেকুয়া উপজেলা নেতৃবৃন্দের সাথে কক্সবাজার-১ আসনের ২০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের উদ্দ্যেশে এডভোকেট হাসিনা আহমেদ বলেন, বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোট ইসলামের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে সমাজতন্ত্র কর্তন করে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ও ‘মহান আল্লাহর প্রতি আস্থা’ সংযোজন করেছিলেন। এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুবাদে ইসলামী রাজনৈতিকদল রাজনীতি করার সুযোগ পেয়েছিল। ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, এদেশে ইসলামী সভ্যতা, তমদ্দুন, সংস্কৃতি, তাহজিব প্রতিষ্ঠায় ইসলামী ঐক্যজোটের সর্বস্থরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এডভোকেট হাসিনা আহমেদের পেকুয়াস্থ বাসভবনে চার ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহদুর শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: