ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

আদালতে মামলা শালীসি বৈঠকে পুলিশ

নাজিম উদ্দিন, পেকুয়া ::pekua,,

পেকুয়ায় ছয় শতক জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিরোধীয় তপশীলের জায়গার মালিকানার হিস্যা নিয়ে চকরিয়া সহকারি জজ আদালতে মামলা বিচারাধীন। এদিকে আদালতকে পাশ কাটিয়ে অপরপক্ষ জায়গা দখলে নিতে তৎপর হয়েছেন। আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হতে ওই পক্ষ পুলিশিং আশ্রয় নিয়েছেন। বাদি পক্ষকে হয়রানি করতে তারা পুলিশিং সহায়তা জোরদার করেছেন জায়গায়। বাদির মামলা আদালতে বিচারাধীন এ সম্পর্কিত বিষয়ে পুলিশ ওয়াকিবহাল। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পুলিশ দু’পক্ষকে নিয়ে থানায় দফায় দফায় বৈঠক করেছেন। মামলাসুত্রে জানা গেছে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত.রহিম দাদের ছেলে আলী আহমদ, মৃত.কালুমিয়ার স্ত্রী ছেহের বানু গংদের সাথে একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রোকেয়া বেগম ও মৃত.গোলাম সোবহানের ছেলে আকবর আলী গংদের ছয় শতক জায়গার বিরোধ চলছে। এনিয়ে আলী আহমদ গং ২০০৮সালে ২৯ সেপ্টম্বর আদালতে মামলা করেন। যার অপর মামলা নং-২৯৬/০৮। আদালত এ বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হননি। রোকেয়া বেগম গং সম্প্রতি ওই জায়গা দখলে নিতে চেষ্টায় মেতেছেন। তারা পুলিশকে জায়গা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মামলার বাদি আলী আহমদ জানায় মামলা আদালতে বিচারাধীন। কিন্তু এর পাশ কাটিয়ে থানার এসআই নাছির উদ্দিন রোকেয়া বেগমের অভিযোগ নিয়ে থানায় বৈঠকে হাজির থাকতে বারবার সমন জারি করছে। পুলিশকে বলেছি এ বিষয়ে আদালতে মামলা আছে। কিন্তু পুলিশ এসব শুনতে নারাজ। রোকেয়া বেগমের পক্ষে নিয়েছে পুলিশ। এ বিষয়ে পেকুয়া থানার এসআই নাছির উদ্দিন জানায় আদালতের বিষয়ে আমরা ওয়াকিবহাল ছিলাম না। তারা এক মাসের সময় নিয়েছে। নিষ্পত্তি করে আসলে এখানে পুলিশের কিছু করার নেই।

পাঠকের মতামত: