ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নেকাবী কন্যা -চৌধুরী আবদুল হালিম

নেকাবী কন্যা

 চৌধুরী আবদুল হালিম

নেকাবটাকে বেখাপ বলে

দলে বলে রুধছে

সন্মানটুকু অসম্মানে

পলে পলে টুটছে।

ধৈর্য ধরে সহ্য করে

নারী-সারি চুপসে

নেকড়েগুলো খেঁকরে স্বরে

পড়তে চায় উপচে।

নির্মমতা মর্মে বিঁধে

ফুঁসে ঢুঁশে মুসকান

বহ্নি রিনা অগ্নিবীণা

ক্ষুদে রুধে আগুয়ান।

কাপুরুষগুলো হাপৌরুষ হয়ে

শ্রী রাম ধাম গায়

নেকাবী রেকাবি তাকবীর ধ্বনি

গেরুয়াধারী ধায়।

চেনা জানা নেই এলো ধূমকেতু

রোজ খোশ বন্যা

ভেদিয়া ছেদিয়া উঠিয়াছে বীর

খালিদের কন্যা।

পাঠকের মতামত: