ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

 নৌকার বিজয় দেখতে চাই

চকরিয়া পৌর নির্বাচনে নৌকার বিরোধীতার প্রমাণ ফেলেই বহিষ্কার -জেলা যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল বলেছেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সেইজন্য প্রয়োজনে সকল ষড়যন্ত্র ভেদ করে যুবলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেই ভুমিকার মাধ্যমে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কেউ নির্বাচনে নৌকার বিরোধীতা করেছে, প্রমাণ পেলেই তাৎক্ষনিক যুবলীগের সবধরণের পদ-পদবি থেকে বহিস্কার করা হবে। এতে বিন্দুমাত্র ছাড় দেবেনা জেলা যুবলীগ।

শনিবার ১১ সেপ্টেম্বর বিকালে চকরিয়া পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত নির্দেশনা দেন।

নৌকা প্রতীকের সর্মথনে চকরিয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভা যুবলীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ। চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল এর পরিচালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দীন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দীন আজম, সাবেক ছাত্রনেতা মির্জা ওবাইদ রুমেল, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির, চকরিয়া উপজেলা স্বেচ্চা সেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন।

সভায় কক্সবাজার জেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আলম, রিগ্যান আরাফাত, ইসমাইল সাজ্জাদ, রউফ নেওয়াজ ভূট্রো, আরিফ উল্লাহ্,জাহাংগীর আলম, ফয়সাল। বক্তব্য রাখেন মাতামুহুরি যুবলীগের সাবেক আহবায়ক আনছারুল করিম, চকরিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, হাবিবুর রহমান, মহিদুল ইসলাম, যুগ্নসম্পাদক মামুনুল করিম, মোঃ রাসেল, শফিউল আজম, সিনিয়র সদস্য হেলাল উদ্দীন হেলালী, সাইফুল ইসলাম সাদেক, মোঃ সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, রেফায়েত সিকদার, সালাহ্ উদ্দীন, ফরহাদ হোসেন পার্কেল, প্রচার সম্পাদক জিল্লু রহমান,অর্থ সম্পাদক আজিজুল হক, স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক চৌঃ তপসির, ক্রীড়া সম্পাদক সালাহ্ উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম আনু, সাংকৃতিক সম্পাদক সাইদুল করিম, মুক্তিযোদ্ধা সম্পাদক আব্দুল আলম, সমাজ সেবা সম্পদক সাইফুল ইসলাম, কামরুল ইসলাম টুটুল, জয়নাল হাজারী, তৌহিদুল ইসলাম,মোঃ শফি, মোঃ আলমগীর, হাবিবুর রহমান, বজলুল কাদের সাহেদ, এনামুল হক, আবু তৈয়ব, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ সভাপতি জমির উদ্দীন, যুগ্নসম্পাদক বেলাল উদ্দীন শান্ত,মোঃ সেলিম, ৩নং ওর্য়াড়ের সভাপতি সাকিবুর রহমান কলিম, সাঃ সম্পাদকমোঃ শোয়াইব, ৫নং সভাপতি আমিনুল মোস্তফা সিকদার মানিক, সাঃ সম্পাদক আলী হোসন, ৭নং সাঃ সম্পাদক সাদেক, ৯নং ওর্য়াড়ের সভাপতি এহেছান, বেলাল উদ্দীন কামরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়াতুল কবির বাপ্পী, মাতামুহুরি ছাত্রলীগের সাবেক আহব্বায়ক এডঃ রবিউল আহছান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, আরহান মাহামুদ রুবেল, আকিত হোসেন সাজিব, খুটাখালী যুবলীগের আহব্বায়ক তৌহিদুল ইসলাম মিঠু, যুগ্ন আহব্বায়ক মোঃ ওয়াসিম এম ইউপি, মোঃ ফারুক, হেলাল উদ্দীন, মোঃ ইমরান, ডুলহাজারা আহব্বায়ক তৌহিদুল ইসলাম,যগ্ন আহব্বায়ক আমান উল্লাহ্, আব্দু রশিদ হায়দার, রহিম, ফাঁসিয়াখালী সভাপতি নাজমুল হাসান লিটন, হাসনাত ইউছুপ, সম্পাদক নাঈমুল ইসলাম, চিরিংগা যুবলীগের সভাপতি এড জিয়াবুল করিম, সাঃ সম্পাদক মোঃ ইসমাইল, রিপাত, রাসেল, সুরাজপুর-মানিক আহব্বায়ক ফেরদৌস আলম, লক্ষারচরের সভাপতি সরওয়ার আলম, সাঃ সম্পাদক শেফায়েত হোসেন সাহেদ, কাকারা যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম, রমিজ, কৈয়ারবিলের আহব্বায়ক আব্দু রশিদ, নুরুল মোস্তফা, জামশেদ আলম রুবেল, মিজানুর রহমান, রমিজ সিকদার, বরইতলী যুগ্ন আহব্বায়ক কামরুল ইসলাম, মোঃ কাইছার, সাহাবউদ্দীন, বমুবিলছড়ি সভাপতি ডাঃ মিজানুর রহমান, হারবাং সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বেলাল উদ্দীন, আব্দু রউফ আরমান, নোমান, মোঃ এমরান। এছাড়াও বর্ধিত সভায় চকরিয়া উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওর্য়াড় থেকে আগত সভাপতি সাঃ সম্পাদক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগবৃন্দ উপস্থিত ছিলেন।##

 

পাঠকের মতামত: