ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পেকুয়ায় বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার বসতঘর পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৮আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়া জানায়, মৃত শহর মুল্লকের ছেলে সেলিম উল্লাহর বসতঘরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়ির রান্না ঘরে আগুন লাগে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েলে সেলিম উল্লাহর ভাই রফিকুল ইসলাম, কলিম উল্লাহ ও ইদ্রিসে বাড়িতে আগুন লেগে যায়। এতে চার ভাইয়ের বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফয়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংকর বড়ুয়া জানায়, আগুনে চার বসতঘর পুড়ে গেছে। তাতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে।

পাঠকের মতামত: