ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রশাসনের জরুরী সভায় ঘোষনা

চকরিয়ায় ৭ আগস্ট থেকে ১৮ ইউনিয়নে শুরু হবে টিকাদান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

মহামারি করোনা সংক্রমণের লাগামহীন উর্ধ্বগতিতে জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে করূনীয় নির্ধারণ এবং উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি জনপদে সর্বসাধারণের মাঝে করোনা ভ্যাকসিন বা টিকা প্রদানে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ আগস্ট সকালে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। এতে টিকাদান কার্যক্রমে দিকনির্দেশামুলক প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মুদুল হক, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল।

সভায় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের সচিব এবং তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের সকলস্থরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, বৈশি^ক মহামারি করোনা সংক্রমণের লাগামহীন উর্ধ্বগতিতে জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে সবাইকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানতে হবে। সেইজন্য জনপ্রতিনিধি স্বাস্থ্যকর্মী সবাইকে কাজ করতে হবে। জনগনের মাঝে সচেতনতা তৈরীতে কাজ করতে হবে।

তিনি বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি জনপদে সর্বসাধারণের মাঝে করোনা ভ্যাকসিন বা টিকা প্রদানে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনে করূনীয় নির্ধারণে আজকের সভাটি আহবান করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডপর্যায়ে জনগনের মাঝে করোনা ভ্যাকসিন প্রদানে সভার সিদ্বান্ত মোতাবেক সবাইকে কাজ করতে হবে।

জরুরী সভায় ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ চকরিয়া উপজেলার সর্বসাধারণের মাঝে করোনা টিকা প্রদান সংক্রান্ত একটি তথ্য তুলে ধরেন। যেটি উপজেলা প্রশাসনের সরকারি প্রচারমাধ্যম ফেসবুক ফেইজে ইতোমধ্যে জারী করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার ১৮ বছরের উর্ধে সকল নাগরিকদের কভিড ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এরইঅংশ হিসেবে আগামী ৭ আগস্ট থেকে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু হবে। প্রথমে ০১ নং ওয়ার্ড পরে ২ নং এরপর ৩ নং ওয়ার্ড এভাবে ইউনিয়নের সকল ওয়ার্ডে টিকা কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন এক ওয়ার্ডে আমরা ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।

আগামী ০৭ আগস্ট তারিখ চকরিয়া উপজেলার ১২ ইউনিয়নে ০১ নং ওয়ার্ডে যে সব কেন্দ্রে টিকা দেওয়া হবে জানিয়ে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী (১) বদরখালী ইউনিয়নঃ হামিদিয়া মাদ্রাসা। (২) পশ্চিম বড ভেওলা ইউনিয়নঃ পশ্চিম দরবেশকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। (৩) ঢেমুশিয়া ইউনিয়নঃ জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। (৪) ডুলাহাজারা ইউনিয়নঃ রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়। (৫) খুটাখালী ইউনিয়নঃ উত্তর কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। (৬) কোনাখালী ইউনিয়নঃ পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। (৭) বিএমচর ইউনিয়নঃ কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। (৮) পূর্ববড ভেওলা ইউনিয়নঃ ঈদমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়। (৯) লক্ষ্যারচর ইউনিয়নঃ মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। (১০) বরইতলী ইউনিয়নঃ ডেইঙ্গা কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। (১১) হারবাং ইউনিয়নঃবার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। (১২) চিরিঙ্গা ইউনিয়নঃ সওদাগরঘোনা এম কে সরকারী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক এর দেওয়া তথ্যের বরাত দিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, চকরিয়া উপজেলার উল্লেখিত ইউনিয়নগুলোর সংশ্লিষ্ট কেন্দ্রে আগামী ০৭ আগস্ট তারিখ প্রতি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। সেইজন্য এসব এলাকার সর্বসাধারণকে টিকা নিশ্চিত করতে আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। ##

 

 

পাঠকের মতামত: