ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খাটের নিচে শপিং ব্যাগ মোড়ানোয় মিললো ১৭ লাখ ৮৩ হাজার টাকা, গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশন কার্যালয়ের ভল্ট ভেঙে সাড়ে ৪৬ লাখ টাকা চুরির ঘটনায় ১৭লাখ ৮৩ হাজার টাকাসহ জামাল উদ্দিন ফারুক (৬৬) নামে আরো একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভাসস্থ সবুজবাগ কাজি ভবনের ৩য় তলা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জামাল উদ্দিন ফারুক চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ১নং ওয়ার্ডের নতুন ঘোনার পাড়া এলাকার মৃত জনু মিয়ার ছেলে।

তাকে শনিবার দুপুরে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিকাশ এজেন্ট কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও আগে গ্রেফতার তিন আসামির স্বীকারোক্তি অনুযায়ী জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বীকারোক্তিমতে তার বাসার খাটের নিচে শপিং ব্যাগ মোড়ানো একটি বস্তা উদ্ধার করলে তাতে ১৭ লাখ ৮৩ হাজার টাকা পাওয়া যায়। তিনি বিকাশ কার্যালয়ে ঢুকে সাড়ে ৪৬ লাখ টাকা চুরি করার ঘটনায় সরাসরি জড়িত।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান চকরিয়া নিউজকে বলেন, এর আগে র‌্যাবের পক্ষ থেকে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। শনিবার অপর একজন গ্রেফতার করে ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: