ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মহেশখালীতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হচ্ছে

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৪০০ জন কৃষকদের মাঝে বর্তমান মৌসুমের রোপা,আমন ধান রোপন উপলক্ষ্যে কৃষি প্রণোদনা বিতরনের কর্মসূচির উদ্বোধন করেছে।৩রা জুলাই শনিবার মহেশখালী উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারন অফিসে বিনামূল্যে সার ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান।
প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার মমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান গালিব, ছোট মহেশখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান, বড় মহেশখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাঃ জাফর আলম সহ সংশ্লিষ্টরা।১০০জন হাইব্রিড ধানের বীজ উফশী ৩০০জন,মোট-৪০০ জন কৃষক কে কৃষি প্রণোদনা বিতরন করা হয়। হাইব্রিড- বীজ ২কেজি,সার ডিএপি ২০কেজি, সার এমওপি ১০কেজি।উপশী-বীজ ৫কেজি, সার ডিএপি ১০কেজি, সার এমওপি ১০কেজি করে প্রতি জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

পাঠকের মতামত: