ঢাকা,মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চকরিয়ায় তথ্য আপাদের সহায়তায় ১৬০টি অস্বচ্ছল পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের তথ্যসেবা কেন্দ্রের আওতাধীন তথ্য আপাদের সহযোগিতায় এইচএমবিডি ফাউন্ডেশনের অর্থায়নে প্রাণঘাতি করোনার প্রভাবে কর্মহীন অসহায়, দরিদ্র, অস্বচ্ছল, বিধবাসহ অন্তত ১৬০টি পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫মে) বেলা ২ টার দিকে উপজেলা পরিষদের নারকেল বাগান এলাকায় এই খাবার সামগ্রী বিতরণ করা হয়।

তথ্য আপাদের সহায়তায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু। উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মুনীর চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গণেশ যাদব, ব্যানবেইস সহকারী প্রোগ্রামার মিল্টন কুমার দাশ, তথ্য আপা অফিসের রোজিনা আক্তার, লাভলী টুম্পাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে লকডাউনে কর্মহীন নিন্মআয়ের পরিবার সনাক্ত করে উপজেলার ১৬০টি পরিবারকে তথ্য আপাদের সহায়তায় এইচএমবিডি ফাউন্ডেশনের অর্থায়নে মানবিক সহায়তা হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের প্রতিটি ইতিবাচক কাজে তথ্য অফিস জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট তথ্য অফিস।

 

পাঠকের মতামত: