ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রামুতে রম্য খেলাঘর আসরের উদ্যোগে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ

রামু প্রতিনিধি ::
রামুতে রম্য খেলাঘর আসরের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিপুল বড়–য়া আব্বু।
মিথুন বড়–য়া বোথামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- প্রবীন সমাজসেবক নিমাংশু বড়–য়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, এলজিইডির কর্মকর্তা তিলক বড়–য়া, নব সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়–য়া, শিক্ষিকা শাপলা বড়–য়া ও লাভলী বড়–য়া প্রমূখ।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন শিশু শিক্ষার্থীকে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ এবং মাস্ক বিতরণ করা হয়।

পাঠকের মতামত: