ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

উখিয়া ফুটবল একাডেমীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কক্সবাজার সদর

নীতিশ বড়ুয়া, রামু :: রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ ম্যাচে উখিয়া ফুটবল একাডেমীকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে, কক্সবাজার সদর ফুটবল একাদশ। সোমবার (২২ মার্চ) অনুষ্ঠিত খেলায় ‘কক্সবাজার সদর ফুটবল একাদশে’র কাছে ২-১ গোলে পরাজিত হয় উখিয়া ফুটবল একাডেমী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, কক্সবাজার সদর ফুটবল একাদশের স্ট্রাইকার জামাল (১০নং জার্সি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর প্রধান পৃষ্ঠপোষকতায় রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি তুহিন বড়ুয়া শানু এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া শিপন জানান, কক্সবাজার জেলার ১৬ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। রামুর সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সার্বিকভাবে পরিচালনায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধ গোল শূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে কক্সবাজার সদর ফুটবল একাদশের স্ট্রাইকার (১০নং জার্সি) জামাল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার জামাল আবারও গোল করে কক্সবাজার সদর ফুটবল একাদশকে ২-০ গোলে এগিয়ে নেয়। আক্রমণ-পাল্টা আক্রমণে ‘উখিয়া ফুটবল একাডেমী’ মরিয়া হয়ে উঠে গোল পরিশোধে। খেলার শেষ বাঁশির পূর্বমূর্হুতে ‘উখিয়া ফুটবল একাডেমী’র বদলী খেলোয়াড় আবদুল্লাহ (৫ নং জার্সি) গোল করে দলকে ২-১ গোলের ব্যবধানে নিয়ে এলেও, দলের বিজয় নিশ্চিত করতে পারেনি। উভয় দল কয়েকবার নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এ খেলায় জয় নিয়ে কক্সবাজার সদর ফুটবল একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের আন্দোলিত করেছে।
খেলা পরিচালনায় সাইফুল ইসলাম রেফারী, জয়নাল আবেদীন, শাহাদাত করিম ও কামরুল আহাসান সোহেল সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু ও ওমর ফারুক মাসুম। খেলায় ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হেলালী ও বিপ্লব মল্লিক।
কক্সবাজার সদর ফুটবল একাদশ : রাহুল (গোলরক্ষক ও অধিনায়ক), পিকু, রুবেল, হেলাল, হারুন, সোহেল, মোশারফ, নেওয়াজ, শওকত, জামাল, ফাহাদ। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, নাছির, কবির, জিসান, বোরহান ।
উখিয়া ফুটবল একাডেমী : রুহুল আমিন রুবেল (গোলরক্ষক), হেলাল উদ্দিন আকাশ, দেলোয়ার হাছান, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল আলা, সৌরভ হোসেন, আবুল সামা, টিটু বড়ুয়া, মিজানুর রহমান, মোবারক। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, মাসুদ বুলবুল, রাহিদুল সাগর, ইমাম হোসেন তুহা, একরামুল হক, আবদুল্লাহ, ইমাম হোসেন, সোহেল।
খেলায় হলুদ কার্ড পেয়েছে, কক্সবাজার সদর ফুটবল একাদশের জামাল, রুবেল এবং
আজ (২৩ মার্চ) মঙ্গলবার রামু ষ্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের পঞ্চম দিনের খেলায় ‘পাতাবাড়ী ফুটবল একাডেমী, উখিয়া’ বনাম ‘সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ, রামু’র খেলা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: