ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট:

পেকুয়া কোয়ার্টার ফাইনালে নাপিতখালীর বাঁশকাটাকে হারিয়ে

নীতিশ বড়ুয়া, রামু :: রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলায় নাপিতখালী বাঁশকাটা ক্রীড়া সংস্থাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি। বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে গড়া ‘পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি’র কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নাপিতখালী ‘বাঁশকাটা ক্রীড়া সংস্থা’। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, ‘পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি’র রাশেদ (৯নং জার্সি)।
রবিবার (২১ মার্চ) বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ঢাকা মহানগর (উত্তর) জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজিজুল হক আজিজ। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি কিশোর বড়ুয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, নওগাঁ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন। রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, রামুর সাবেক ফুটবল খেলোয়াড়রা। জানালেন, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া শিপন।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৮ মিনিটে পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি ১৯নং জার্সি পরিহিত খেলোয়াড় পূর্ণ বড়ুয়া গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে নাপিতখালী ‘বাঁশকাটা ক্রীড়া সংস্থা’র ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় এতেশাম গোল দলকে ১-১ গোলের সমতায় ফিরিয়ে নিয়ে আসে। আক্রমণ-পাল্টা আক্রমণে উভয় দল মরিয়া হয়ে উঠে গোল করতে। দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমির বদলি খেলায়োড় রিদুয়ান (২২ নং জার্সি) দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেয়। এরপর উভয় দল কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এ খেলায় জয় নিয়ে পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের আন্দোলিত করেছে।
খেলা পরিচালনায় শফিউল আলম রেফারী, আহমদ কবির, এরফান উদ্দিন ও ওমর ফারুক মাসুম সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু ও পুলক বড়ুয়া।
পেকুয়া উপজেলা সদর ফুটবল একাডেমি:
কুতুব উদ্দিন (গোলরক্ষক), সালাহ উদ্দীন, রাসেল, আমজাদ, ফোরকান, মহিব উল্লাহ, নেজাম, আবদুল্লাহ, পূর্ণ বড়ুয়া, দারুজ (বিদেশী খেলোয়াড়), রাশেদ। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, রিদুয়ান, শাওন, রোকন, ফারুক, রিফাত, সোহাগ।
নাপিতখালী ‘বাঁশকাটা ক্রীড়া সংস্থা’:
জয়নাল (গোলরক্ষক), গিয়াস (অধিনায়ক), আজিম, আরফাত, মাজেদ, সিফাত, এতেশাম, জাহেদ, সাইফুল, হিমেল, রিপন। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, জাহিদ, নেজাম, জিহাদ, গিয়াস, রানা, আতিক।
আজ (২২ মার্চ) সোমবার রামু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের তৃতীয় দিনের খেলায় ‘কক্সবাজার সদর একাদশ’ মুখোমুখি হবে ‘উখিয়া ফুটবল একাডেমি’র সাথে।

পাঠকের মতামত: