ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সেবা গ্রহণে অনিয়ম-হয়রানির শিকার হলে এসপিকে জানানোর আহবান

নিউজ ডেস্ক :: পুলিশি সেবা গ্রহণের জন্য কোন ধরনের হয়রানি কিংবা অনিয়মের শিকার হলে সরাসরি অবহিত করার জন্য আহবান জানিয়েছেন কক্সবাজারের এসপি মো. হাসানুজ্জামান। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা সেবা প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহবান করেন তিনি।

এসপি হাসানুজ্জামান পুলিশি সেবা গ্রহণের জন্য কোন ধরনের হয়রানি কিংবা অনিয়মের শিকার হলে পুলিশ সুপারকে সরাসরি অবহিত করার পরামর্শ দেন। এসময় তিনি ক্লিয়ারেন্স সংক্রান্ত ব্যাপারে কোন দালাল, টাউট কিংবা মধ্যস্থতাকারী শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

হাসানুজ্জামান বলেন, পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সরকারি ফি বাবদ চালানের মাধ্যমে ৫০০ (পাঁচশত) টাকা ব্যাংকে জমা দিতে হয়। এর বাইরে কোন টাকা অন্য কাউকে দেয়ার প্রয়োজন নাই।
মতবিনিময় শেষে আগত সেবা প্রার্থীদের মাঝে আবেদনকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিতরণ করা হয়।

পাঠকের মতামত: