ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক :: র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া ডিগ্রী কলেজ প্রবেশপথের মুখে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৭/১১/২০২০ খ্রিঃ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ জমির উদ্দিন (৩৬), পিতা ঃ মৃত আবুল হোসেন, সাং- খিল ছাদক, ভাঙ্গারচর, ০১নং ওয়ার্ড খৈয়ারবিল, ২। মোঃ সোহেল (২৪), পিতাঃ মৃত আবু ছায়েদ, সাং-চরনদ্বীপ, ০৮নং ওয়ার্ড, চিরিঙ্গা ইউপি, উভয় থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে। আসামীদের পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি ওয়ানশুটারগান, ০১ টি এসবিবিএল এবং ০৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা আরো স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে অবৈধ অস্ত্র-গুলি বিভিন্ন এলাকা হতে সংগ্রহ পূর্বক বিভিন্ন সন্ত্রাসী গ্রæপের নিকট ক্রয়-বিক্রয়সহ নিজেদের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব

পাঠকের মতামত: