ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির ১৫০০শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

এম.মনছুর আলম, চকরিয়া ::  করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়েও অঘোষিত ভাবে চলছে লকডাউন। দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়কে সকল ধরণের গণপরিবহন। এতে বেকার ও কর্মহীন হয়ে সড়ক-উপ-সড়কের পরিবহণ শ্রমিক। সরকারের ঘোষিত আদেশ মেনে গাড়ির শ্রমিকরা ঘরে বসে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন। যার কারণে অসহায় ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগ মুহুর্তে আরাকান সড়ক পরিবহণের অন্তভুক্ত চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির শ্রমিক সংগঠনের পক্ষথেকে শ্রমিকদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১হাজার ৫শত পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সংগঠনের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো: আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি শাহাজাহান ভুট্টো, আবুল কালাম, সহ সম্পাদক করিম উল্লাহ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মনু, চকরিয়া-লামা-আলীকদম জিপ মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমদ, বর্তমান সভাপতি জামশেদ উদ্দিন বাবুল, সাধারণ  সম্পাদক জাফর আহমদ, চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হানিফ, আরাকান সড়ক পরিবহণের কার্য্যকরী সদস্য জসিম উদ্দিন, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সম্পাদক আবদু ছালাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান, সদস্য যথাক্রমে আহমদ উল্লাহ, মোহাম্মদ মুছা, জাফর আলম, সোনা মিয়া, রায়হান উদ্দিন, দপ্তর সম্পাদক মিন্টু কুমার বড়ুয়া  প্রমুখ। উক্ত খাদ্য সামগ্রীতে সার্বিক ভাবে সহায়তা করেছেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, আরাকান সড়ক পরিবহণের কার্য্যকরী সভাপতি নুরুল কবির, কোষাধ্যক্ষ মো.ইয়াছিন, সাবেক সভাপতি প্রার্থী ও শ্রমিক নেতা আরিফুর রহমান, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী গনি মোছাদ্দেক, নুরুল ইসলাম কোম্পানি, মো.ইসমাঈল, বাদশা মিয়া, নাছির উদ্দিন, বদর মিয়া।

চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটি সভাপতি ও সম্পাদক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবি পরিবার গুলো বেশি দুর্ভোগে আছে। এ অবস্থার কারণে দীর্ঘসময় ধরে সাধারণ শ্রমিক ও তাদের পরিবারে অভাব-অনটন ভর করেছে। সাধারণ শ্রমিকদের দুর্ভোগ-দুর্দশায় দুর্যোগের এই মুর্হুতে পরিবহণ শ্রমিকদের চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির পক্ষথেকে ১হাজার ৫০০শত সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা দেয়া হয়ছে।

পাঠকের মতামত: