ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে রাহাত স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

বিজয়ী টিমকে ৭ ভরি ওজনের স্বর্ণের বদলে লাখ টাকা উপহার!

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম ৭ ভরি ওজনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অবশেষে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়ামে) গতকাল শুক্রবার ১৩ মার্চ বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কোনাখালী খেলোয়াড় সমিতিকে ট্রাইব্রেকারে হারিয়ে টুর্ণামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়া পৌরসভার ১নম্বর কাজিরপাড়া এলাকার রুবেল পরিচালিত আলোচিত ফুটবল টিম রাহাত স্পোটিং ক্লাব।

খেলা শেষে স্টেডিয়ামে বিজয়ী টিমের হাতে নগদ এক লাখ টাকা ও রানাস আপ টিমকে ৬০ হাজার টাকা এবং খেলোয়াড় কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। টুর্নামেন্টের স্পন্সর ছিলেন ইস্পাহানি মির্জাপুর চা।

চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য লায়ন আলমগীর চৌধুরী, খেলা পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আহমদ, কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর জামাল উদ্দিন, যুবলীগ নেতা জাবেদ হোসেন পুতুল, মিজানুর রহমান প্রমুখ। পুরস্কার হিসেবে বিজয়ী দলের হাতে একলাখ টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রপি এবং বিজিত দলের হাতে ৬০ টাকা টাকার প্রাইজমানি ও রানাস আপ ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। ##

পাঠকের মতামত: