ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

bojropatচকরিয়া প্রতিনিধি:

চকরিয়া ও পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূ গুলতেহার বেগম (৩৫) নিহত ও তার মেয়েসহ তিনজন আহত হয়েছে। এছাড়া মারা গেছে একটি ছাগল। নষ্ট হয়েছে অসংখ্য ইলেকট্রনিক্স সামগ্রী। নিহত গুলতেহার বেগম পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার রহিমদাঁদের স্ত্রী। রোববার সকালে ও বিকালে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বিকালে আকস্মিক বজ্রপাত হয়। এতে পেকুয়ার বারবাকিয়ায় ঘরের কাজ করার সময় বজ্রপাতে ঝলছে গিয়ে মারা যায় গুলতেহার বেগম। এসময় তার মেয়ে রিমু (১৫) আহত হয় বলে বারবাকিয়া ইউপি সদস্য মো.ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া এদিন সকালে চকরিয়ার কাকারায় বজ্রপাতে ঝলছে আহত হয় কোহিনুর আক্তার (৩০) ও জয়নব বেগম জনু (৪০)। এসময় একটি ছাগলও মারা যায়। আহত তিনজন চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদিকে, শনিবার সন্ধ্যা ও রোববার সকালে উপর্যুপরি বজ্রপাতে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে টিভি, ফ্রিজ, বাল্বসহ বিভিন্ন ব্যবহৃত পণ্য। বজ্রপাতের ফলে তার ছিঁড়ে ডিশ ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এসএমচরসহ বিভিন্ন গ্রামে।

পাঠকের মতামত: