ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পিতার বিরুদ্ধে কন্যার অভিযোগ !

ovijogচকরিয়া অফিস:

কক্সবাজারের পেকুয়ায় হুমায়রা আক্তার নামে এক মহিলা পরিবারের অমতে বিয়ে করায় পিতা কর্তৃক মিথ্যা ও হয়রানিমুলক মামলার শিকার হয়েছে। এমনকি নিজ কন্যাকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাকেও শ্বশুর লোকজনকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে হুমায়রা আক্তার বাদি হয়ে তার পিতা খলিল আহমদ ও হুমায়ন কবিরকে বিবাদী করে গত ৩০জুন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে উপজেলার দক্ষিণ মেহেরনামা গ্রামের খলিল আহমদের কন্যা হুমায়রা আক্তার (১৯) জানান, গত বছরের ১৭ ফেব্রুয়ারী একই এলাকার দক্ষিণ মেহেরনামা সৈকত পাড়া গ্রামের আবু বক্করের ছেলে ওয়াহিদুল আলমের সাথে আনুষ্ঠানিকভাবে ইসলামি শরীয়তমুলে কাবিননামা মুলে বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী আর্থিক স্বচ্ছলতা ফিরাতে বিদেশে চলে যায়। এসুযোগে ভাসুর তহিদুল ইসলাম ও তার বোনের স্বামী মুবিনুল হককে আসামী করে হুমায়রাকে অপহরণ করেছে মর্মে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করে। হুমায়রা আরও অভিযোগ করেন ওই মামলায় তার ভাসুর তহিদুল ইসলামকে স্বামী হিসেবে দেখানো হয়েছে। এমনকী তার পিতা মামলা করে ক্ষান্ত হয়নি তাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে অন্যত্র বিয়ে দেবে বলেও হুমকি দেন এবং ভাসুরকে অপহরণের চেষ্ঠা ও বাড়ি ঘরের লুটপাট করেন। এ ব্যাপারে চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৬৩২/১৬ একটি মামলা দায়ের করেন। অবস্থার প্রেক্ষিতে চরম নিরাপত্তাহীনতায় সম্মুখীন হওয়ায় হুমায়রা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

পাঠকের মতামত: