ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলা ও পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা

’যাদের জন্ম গুম খুন ও নৈরাজ্যের মাধ্যমে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না’

প্রেস বিজ্ঞপ্তি ::
যাদের জন্ম গুম খুন ও নৈরাজ্যের মাধ্যমে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা গনতন্ত্রের নাম দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। মানুষে মানুষে সহিংসতা লাগিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। তারা মনে করেছে লন্ডনে পালিয়ে থাকা দূর্নীতির বরপুত্র তারেক রহমান যে নির্দেশনা পাঠাবে এদেশের মানুষ তা মানবে! তাদের মনে রাখা উচিত এই দেশ এখন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনসমর্থনে শেখ হাসিনার হাত অন্য যেকোন সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী।

শনিবার (১১ মার্চ) দুপুরে দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, যদি কেউ শান্তি শৃঙ্খলা মেনে কর্মসূচি দেয় তাহলে আমরা তাদের বাঁধা দেব না। আর যদি কেউ বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে কোন প্রকার জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড ঘটাতে চায় তাদের সাগরে ফেলে দেওয়া হবে। আর নেতৃবৃন্দ শান্তি সমাবেশে উপস্থিত কক্সবাজার পৌর আওয়ামী লীগের সকল স্থরের নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই ধরনের সময়োপযোগী কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানান।

এর আগে শনিবার সকাল ১০টায় কক্সবাজার জেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের প্রধান সড়ক লালদিঘী চত্বরে অনুষ্ঠিত বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মসূচীর প্রতিবাদে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এড: রনজিত দাশ, জিয়া উদ্দিন, এড: তাপস রক্ষিত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, সাইফুল ইসলাম চৌধুরী, ডাঃ পরিমল কান্তি দাস, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, সাবেক ছাত্রনেতা মহিদুল্লাহ মহিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, দফতর সম্পাদক সাহেদ আলী, সহ-দফতর সম্পাদক সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা জি এম কাসেম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফরহাদ রেজা, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা চৌধুরী লূনা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, পৌর আওয়ামী লীগ নেতা রফিক মাহমুদ, গিয়াস উদ্দিন, রাশেদুল ইসলাম ডালিম, ফরহাদ রেজা, সাগর পাল, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী সহ আরও অনেকে।

পাঠকের মতামত: