ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় বেড়ীবাঁধ নির্মাণের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ার নানার বাড়ীতে বেড়াতে এসে বেড়ীবাঁধ নির্মাণের গর্তের পানিতে ডুবে তেরো মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলি পাড়ার বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মো. রায়হান। সে ৬নং ওয়ার্ডের পূর্ব আলী আকবর ডেইল গ্রামের মো. রামো এর ছেলে এবং তেলিপাড়ার আব্দুল মান্নানের নাতি।

প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নানার বাড়ীর সামনে বেড়ীবাঁধ। আর ওই বেড়ীবাঁধ নির্মাণে বালু গর্তে পানি জমে ছিল। মো. রায়হান খেলার এক পার্যায়ে ওই গর্তের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: