ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

সংবাদ বিজ্ঞপ্তি ::  মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। ১৭ ডিসেম্বর বিকাল ৪ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে একদিকে অংশ নেয় জেলা প্রশাসক ফুটবল একাশদ অন্যদিকে পৌরসভা ফুটবল একাদশ। এতে পুরু সময় জেলা প্রশাসক ফুটবল দলের পক্ষে মাঠে ফুটবল খেলে খেলোয়াড়দের উৎসাগ যোগান কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসক একাদশের পক্ষে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ,সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় সহ উর্ধতন কর্মকর্তরা অংশ নেয়। অন্যদিকে পৌর একাদশের পক্ষে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন মাঠে পৌর একাদশের হয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সহ সভাপতি কাস্টম কর্মকর্তা আবছার উদ্দিন,রতন দাশ,অধ্যাপক সাইফুল ইসলাম,ঠিকাদার হারুন অর রশিদ,সাবেক কৃতি ফুটবলার এম জাহেদ উল্লাহ,রাশেদ আবেদিন নান্নু,ইসমাঈল জাহেদ সহ পৌর এলাকার বিভিন্ন ক্রীড়াবিদরা অংশ নেয়। খেলায় ৩-১ গোলে জয় পায় পৌর একাদশ। পরে উভয় দলকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ,এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলা। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত: