ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চিকিৎসার জন্যে সাহায়্যের আবেদন

চকরিয়ায় সংবাদপত্র হর্কাস সমিতির সম্পাদক ইলিয়াছ হৃদরোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সুত্র জানায়, সংবাদপত্র হকার মোঃ ইলিয়াস ইতিপূর্বে দু’বার হার্ট এ্যটাক করেছেন। যার কারণে সুস্থ হতে বিলম্ব হচ্ছে। প্রতিদিন তার চিকিৎসা ব্যয় মেঠাতে অনেক টাকা প্রয়োজন হয়। তার পেশা শুধুমাত্র পত্রিকা ব্যবসা। প্রতিদিন প্রত্রিকা বিক্রি করে যা পেতো তা দিয়ে এক স্ত্রী ও তিনকন্যার খাবার ও ভরণপোষনে চলে যেতো। অবশিষ্ট থাকতো না। তবুও অনেক ভাল দিন কাটতো তার। কিন্তু অসুস্থতার কারণে মানবেতর দিন গুণছেন তিনি। প্রতিদিনের ওষধের ব্যয় মিটানো দুরের কথা নিয়মিত সংসারের স্বাভাবিক ব্যয় যোগান দেওয়া কষ্ট হচ্ছে তার।

চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোঃ মনির উদ্দিন জানান, হকার সমিতির সাধারণ মোঃ ইলিয়াসের চিকিৎসা খরচ চালাতে পরিবার খিমশিম হচ্ছেন। এখন তাকে বাচাতে সবার সহযোগিতা প্রয়োজন। না হলে বিনা চিকিৎসায় মারা যেতে পারে সংবাদপত্র হকার ইলিয়াস। পরিবারের পক্ষথেকে তার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান লোকজনের সসহযোগিতা চেয়েছেন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে তাঁর পরিবার কৃতার্থ হবে। কারণ মানুষ মানুষের জন্য। মৃত্যুর পথযাত্রী সংবাদপত্র হকার ইলিয়াসকে সাহায্য পাঠাতে চাইলে ০১৮১৪-৪১৭৯৬৮ বিকাশ নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করেছেন পরিবার সদস্যরা।

 

পাঠকের মতামত: