ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের কাছে তালিকা জমা দেবে সার্চ কমিটি’

51811_leadঅনলাইন ডেস্ক ::::

আগামী ৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে ২০ জনের তালিকা দেবে সার্চ কমিটি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ। তিনি বলেন, তালিকায় নাম থাকাদের তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। সার্চ কমিটি আবার ৬ ফ্রেব্রুয়ারি বিকেল পাঁচটায় বৈঠকে বসবে। আশা করা হচ্ছে ৮ ফেব্রুয়ারির মধ্যে নাম বাছায় শেষে প্রেসিডেন্টের কাছে তালিকা জমা দিতে পারবে। এর আগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি এই বৈঠক করে। বুধবার জাজেস লাউঞ্জেই চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা।

পাঠকের মতামত: