ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

৬ মিনিটের ট্রেলারে ভোলা তো যায় না তারে (ভিডিও)

Nirab-L20160310085928-400x208বিনোদন ডেস্ক :: চিত্রনায়ক নিরব ও নবাগতা তানহা তাসনিয়া অভিনীত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ মার্চ। সম্প্রতি ছবিটির পরিচালক রফিক শিকদার নিজের নামে খোলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেছেন এর চূড়ান্ত ট্রেলার।

৬ মিনিট চার সেকেণ্ডের এই ট্রেলারে আভাস মিলেছে রোমান্টিক প্রেমের করুণ পরিণতির এক গল্প। যেখানে নিরব অভিনয় করেছেন রুদ্র নামের মুসলিম যুবকের চরিত্রে। আর তানহা অভিনয় করেছেন নীলাঞ্জনা নামের এক হিন্দু যুবতী হিসেবে। দুজনের প্রেম ও সেই প্রেমের মিলনের সংঘাত নিয়েই এগিয়ে যাবে ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি।

চলতি বছরে এই ছবিটিই হতে যাচ্ছে নিরবের প্রথম চলচ্চিত্র। আর এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তানহা তাসনিয়ার।

ছবিটিতে নিরব-তানহা ছাড়া আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। ছবিটির প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস এবং পরিবেশনায় থাকছে টিওটি ফিল্মস।

পাঠকের মতামত: