নিউজ ডেস্ক ::
পটুয়াখালীর কলাপাড়ার সাগর মোহনা রামনাবাদ চ্যানেল থেকে রোববার দুপুরে ৩২টি ভারতীয় মাছধরা ট্রলারসহ ৫১৯ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে। এসব ফিশিং ট্রলার রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসে। এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫ থেকে ১৮ জন জেলে রয়েছে।
কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিনজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে আনা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।
এদিকে স্থানীয়রা জানান, ভারতীয় ট্রলারগুলো গতকাল রাতে সাগর মোহনার রামনাবাদ চ্যানেলে আশ্রয় নেয়। ভারতীয় জেলেরা তাদের জানান, ঝড়ের কবলে পড়ে তারা সেখানে আশ্রয় নেন।
অপরদিকে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, যেহেতু তাদের ট্রলারে জাল রয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারীর আওতায় পড়ার কথা।
বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ দাস।
পাঠকের মতামত: