ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

১৮ পূর্ণ হতেই যে গ্রামের মেয়েরা গায়েব

136642_1আন্তর্জাতিক ডেস্ক ::    ভারতের উত্তরাখণ্ডের আলমোড়ায় গত কয়েক মাস ধরে এক রহস্যময়ী ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই জেলার গ্রামগুলি থেকে নাকি ১৮ বছরের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে!

কোথায় যাচ্ছে বা কীভাবে গায়েব হয়ে যাচ্ছে কারও জানা নেই। এক বাসিন্দা জানিয়েছেন, তার পাশের বাড়ির মেয়েটির ১৮ বছর যে দিন পূর্ণ হল, সে দিনই রহস্য জনক ভাবে গায়েব হয়ে গেল। গত কয়েক মাসে ১১ জন গায়েব হয়ে গিয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

কেউ কেউ আবার মেয়ে পাচারকারীদের প্রসঙ্গও তুলেছেন। এই প্রশ্নও উঠছে যদি পাচারকারীরাই এদের গায়েব করে, তা হলে বেছে বেছে কেন ১৮ বছরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। প্রশাসনও রহস্যভেদ করতে পারেনি।  সূত্র: আনন্দবাজার পত্রিকা

পাঠকের মতামত: