ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

১৩জুন কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন ৩ দফা পিছিয়ে শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের পুণঃ তারিখ আগামী ১৩ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে এ দুটি পদে চলতি মাসের ৫ তারিখ নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হয়।

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে হওয়ার কথা ছিল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী। তার সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হন আজিজুল হক সাগর।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজিজুল হকের প্রার্থীতা বাতিল হলে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের আভাস পান। পরে আজিজুল হক উচ্চ আদালত থেকে আনারস প্রতীকসহ প্রার্থীতা ফিরে পেলে ঘোলাটে হয় কাঙ্খিত দ্বীপবাসীর উপজেলা নির্বাচনি তারিখ।

এমন পরিস্থিতির মাঝে উভয় পক্ষ উচ্চ আদালতে দৌড়ঝাঁপ করতে করতে শুধু ভাইস চেয়ারম্যান পদে গত ৫ মে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেটিও ঘূর্ণিঝড় ফণির কারণে স্থগিত করে দেয়।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, চেয়ারম্যান পদটি উচ্চ আদালতে এখনো স্থিতিশীল থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ১৩ জুন (বৃহস্পতিবার)  নির্বাচন গ্রহণের পুণঃ তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। এ লক্ষ্যই তারা সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির হায়দার (তালা), আকবর খান (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন নেছা (ফুটবল) ও হাছিনা আক্তার বিউটি (কলসি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকের মতামত: