ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

১০ জন চিকিৎসক যোগদান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া, কক্সবাজার ::
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো নতুন ১০ জন চিকিৎসক যোগদান করেছেন। আজ বধুবার (১১ ডিসেম্বর) তারা হাসপাতালে এসে যোগদান করেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু নাসের জানান।

৫০ শয্যা বিশিষ্ট দ্বীপের একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটিতে ২৭টি চিকিৎসকের পদ থাকলেও চার ভাগের তিন ভাগই খালি থাকে। ফলে অবহেলিত দ্বীপের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়।

নতুন যোগদানকৃত চিকিৎসকদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। এদের মাঝে স্ব উপজেলার ৫ জন বলে জানা গেছে। ১০ চিকিৎসকের মাঝে ৯ জন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেন। এছাড়া আগের রয়েছেন ৬ জন চিকিৎসক। সব মিলিয়ে এ হাসপাতালে এখন ১৬টি চিকিৎসকের পদ পূরণ হলো।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, নতুন আরো ১০ জন চিকিৎসক যোগদান করায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরো বৃদ্ধি পাবে। তারা রোগীদের নিয়মিত সেবা দিয়ে সুনাম অর্জন করবেন বলেও প্রত্যাশা করেন।

পাঠকের মতামত: