সীমাজুড়ে। দুর্বৃত্তরাও কেটে নিচ্ছে গাছ। এতে চট্টগ্রাম শহর রক্ষা বাঁধই এখন পড়েছে হুমকিতে। অথচ এ বাঁধের কারণেই টিকে আছে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, কাস্টম হাউস, ইপিজেড, ইস্টার্ন রিফাইনারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধে প্রায় ২০ মিটার প্রস্থজুড়ে গাছ কাটার কথা থাকলেও সরেজমিনে দেখা যায়, এ সীমার বাইরেও কাটা হচ্ছে গাছ। বেড়িবাঁধের পাশে সর্বোচ্চ ২৪ মিটার পর্যন্ত স্থানে গাছ কাটার কথা থাকলেও ৩০ থেকে ৩৫ মিটারজুড়ে কাটা হচ্ছে গাছ। প্রকল্পের বাইরে থাকা পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকা থেকেও গাছ কাটছে দুর্বৃত্তরা। কেটে ফেলা গাছের মধ্যে আছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি, নিম, অর্জুন, বহেরা, জাম, গামার, ঝাউসহ বিভিন্ন প্রজাতির গাছ।
এ প্রসঙ্গে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘এই বেড়িবাঁধ দিয়ে রক্ষা হচ্ছে পুরো শহর। এখানে নির্বিচারে গাছ কাটা হলে শহর হুমকির মুখে পড়বে। রিং রোড প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে গাছ কাটা হচ্ছে কি-না, তা তত্ত্বাবধান করার কথা বন বিভাগের।’ জানা গেছে,
পতেঙ্গা থেকে সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের আউটার রিং রোড হবে। সড়কটি নির্মাণের জন্য ৯০ দশমিক ৩৬১ একর জমি অধিগ্রহণ করা হবে। এর মধ্যে উপকূল সড়কের দৈর্ঘ্য ১৫ দশমিক ২০ কিলোমিটার ও প্রস্থ ২০ দশমিক ৫ মিটার থেকে ২৪ দশমিক ৫ মিটার। এ অংশে সড়কের উচ্চতা বর্তমানের তুলনায় তিন মিটার বাড়ানো হবে। এ ছাড়া দুই ফিডার সড়কের একটির দৈর্ঘ্য ১ দশমিক ২০ কিলোমিটার এবং অন্যটির দৈর্ঘ্য হবে দশমিক ৯৫ কিলোমিটার। নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধের ওপর এ আউটার রিং রোড নির্মাণে অর্থ সহায়তা দেবে জাইকা। এক হাজার ৭০০ কোটি টাকার এ প্রকল্পের জন্য ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে জাইকার চুক্তি হয়। আর ২০১৫ সালের ১৯ মার্চ ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে চউক।
আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘দুর্বৃত্তরা যাতে অতিরিক্ত গাছ কাটতে না পারে, সে জন্য প্রতিটি গাছে নম্বর দেওয়া হয়েছে। যারা সরকারি গাছ কেটে নিচ্ছে, তাদের চি?িহ্নত করবে বন বিভাগ।’ নতুন চারা রোপণ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৫০ হাজার গাছ লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগকে। এ জন্য বন বিভাগকে ২০ হাজার গাছের দাম ও ৫০ হাজার নতুন চারা বাবদ প্রায় এক কোটি ১৭ লাখ টাকা দিয়েছেন তারা। দরপত্র আহ্বান করে গাছগুলো ৯০ লাখ টাকায় বিক্রি করেছেন তারা।
বন বিভাগ জানায়, প্রকল্প এলাকায় তাদের গাছ রয়েছে ২০ হাজার ২৪৮টি। আর ব্যক্তিমালিকানাধীন গাছ রয়েছে প্রায় সাড়ে চার হাজার। প্রতিটি গাছে নম্বর থাকলেও এখন কাটতে দেখা গেছে প্রকল্প এলাকার বাইরের গাছও। পতেঙ্গা সমুদ্রসৈকতের বিস্তীর্ণ এলাকাজুড়ে কেটে ফেলা হয়েছে অনেক গাছ। ১৯৯৭ সালে উপকূলীয় সামাজিক বনায়নের আওতায় শহর রক্ষা বাঁধে এসব গাছ লাগানো হয়।
এ প্রসঙ্গে বন বিভাগের উপকূলীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘নির্দিষ্ট নম্বরের বাইরে কারও গাছ কাটার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন গাছ হলেও স্পর্শকাতর স্থান হওয়ায় গাছ কেটে পরিবহনের আগে বন বিভাগের অনুমতি নিতে হবে। প্রকল্প এলাকার বাইরে দুর্বৃত্তরা গাছ কাটলে ব্যবস্থা নেব।’ নতুন গাছ লাগানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আউটার রিং রোড নির্মাণকাজ যে বছর যতটুকু শেষ হবে, ওই বছর ততটুকু স্থানে নতুন চারা রোপণ করব আমরা। দুর্বৃত্তরা যাতে জায়গা দখল করতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছে বন বিভাগ।’
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ার এক ব্যক্তিকে বাঁশখালীতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাঠকের মতামত: