ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে সিনহার পরিবার

নিউজ ডেস্ক ::  কক্সবাজারের টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। তার পরিবারের দাবি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি করেছিল।

সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘অন্য কোনো উদ্দেশ্য থাকলে অস্ত্র বের করে গুলি করতে মাত্র ৪ সেকেন্ড সময় লাগত আদনানের (মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান)। সেটা সে করেনি বরং তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আমরা হত্যা মামলা করব।’

তিনি আরো বলেন, বিচার পেতে হলে মামলা করতে হবে, সেজন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করছি। সকলের সাথে পরামর্শ নিয়ে দুই থেকে তিনদিনের মধ্যে একটি হত্যা মামলা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

পাঠকের মতামত: