ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সড়ক দূর্ঘটনায় নিহত কুতুবদিয়ার তিন জনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুতুবদিয়ার একই পরিবারের ৩ জনের দাফন মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

নিহত তিনজন হলেন- ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন শিকদারের বড় ছেলে মোঃ আমিনুল কবির, তার ভগ্নিপতি আক্কাস উদ্দিন এবং আক্কাস উদ্দিনের বড় মেয়ে আফসানা আক্তার সোনিয়া। মোঃ আমিনুল কবির চট্টগ্রাম কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। তার ভগ্নিপতি মরহুম মাষ্টার ছৈয়দুল আলমের বড় ছেলে আক্কাস উদ্দীন। সে কক্সবাজারে ঠিকাদারী প্রতিষ্টানে কাজ করতেন।

গত রবিবার মোঃ আমিনুল কবিরের পিতা ভেন্ডার গিয়াস উদ্দিন শিকদারের মৃত্যুর ৩৪ দিনে পর ফাতেহা শেষ করে একযোগে একই পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কক্সাবাজার যাওয়ার পথে দুপুর আড়াইটার সময় মগনামা – চকরিয়া সড়কে পেকুয়া উপজেলার নন্দীপাড়া স্টেশনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা মোঃ আমিনুল কবির (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। বাকিদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মোঃ আমিনুল কবিরে ভগ্নিপতি আক্কাস উদ্দীন মারা যায়। সর্বশেষ গত দিবাগত রাত সাড়ে ১২ টায় আক্কাস উদ্দীনের বড় মেয়ে আফসানা আক্তার সোনিয়া চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ দুর্ঘটনায় গাড়িচালকও নিহত হয়েছে। একই সিএনজিতে থাকা কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া গ্রামের আবদুল হান্নানের পুত্র মোঃ দিদারুল ইসলাম ও মাষ্টার নেজাম উদ্দিন গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি আছেন।

পাঠকের মতামত: