ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে মাথা খারাপ আখ্যা দিলেন বৌদ্ধ ভিক্ষুরা

DSC_00101_2বান্দরবান প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রীকে মাথা খারাপ আখ্যা দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে বান্দরবান শহরে। বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ প ঞা ঞা জোত থের উচহ্লা ভান্তে’র নেতৃত্বে এই কর্মসুচী পালন করে বৌদ্ধ ভিক্ষুরা। রবিবার বিকেল ৫ টায় বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্তরে এসে সমাপ্ত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৌদ্ধ ভিক্ষুরা। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ প ঞা ঞা জোত থের প্রকাশ উচহ্লা ভান্তে, চাক সম্প্রদায়ের নেতা মংমং চাক, থোইংগ্যা চাক প্রমুখ।

এ সময় উপঞাঞা জোত থের উচহ্লা ভান্তে বলেন, প্রতিদিন বাংলাদেশে এভাবে নরহত্যা হচ্ছে। শেষ পর্যন্ত একজন জ্ঞানী ভিক্ষুকে মারছে। আমরা নিরাপত্তা চাই। এই মর্মান্তিক হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হয়। সরকার যেন দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই ঘটনায় স্বজনরা জড়িত। এমন কথা তিনি কেমন করে বললেন, যে স্বজনরা জড়িত ? তিনি একজন দিব্যজ্ঞান সম্পন্ন ব্যক্তি নয় তো মাথা খারাপ। তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে বলতে পারেন না। মুখফসকে কেন বলবেন এ ধরনের কথা ? তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, যার কথা সারা বিশ্বে প্রচার হয়। এমন কথা যেন আর না হয়।

বক্তারা, কোন অজুহাত না দেখিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহবান জানান।

 

পাঠকের মতামত: