স্পেশাল অলিম্পিকস্ উইন্টার ওয়ার্ল্ড গেমস ২০১৭ অষ্ট্রিয়ায় ১৭ই মার্চ থেকে ২৪শে মার্চ ২০১৭ অনুষ্ঠিত হবে। স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ৩৮ সদস্যের পুরুষ ও মহিলা ইউনিফায়েড ফ্লোর হকি দল উক্ত গেমসে অংশগ্রহণ করবে। স্পেশাল অলিম্পিকস্ উইন্টার ওয়ার্ল্ড গেমসে বিশ্বের ১১৭ টি দেশের ৩০০০ এ্যাথলেট ৯ টি ক্রীড়ায় অংশগ্রহণ করবে।
ডাঃ মোহাম্মদ হাফিজুর রহমান দলনেতা এবং মিসেস সেলিনা পারভীন সহকারী দলনেতা হিসাবে মনোনীত হয়েছেন। ৩৮ সদস্যের দলে ২৮ জন খেলোয়ার, ০৮ জন কোচ এবং ২ জন কর্মকর্তা অর্ন্তভূক্ত হয়েছেন। আজ ১৫ই মার্চ ২০১৭ তারিখে তার্কিস এয়ারলাইন্সের বিমানে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ২টি ইউনিফায়েড ফ্লোর হকি দল অষ্ট্রিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
উল্লেখ্য যে, বিগত ২০১৩ সনে কোরিয়ায় অনুষ্ঠিত উইন্টার ওয়ার্ল্ড গেমসে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের পুরুষ ইউনিফায়েড ফ্লোর হকি দল চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছিল।
পাঠকের মতামত: