ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মোরশেদুর রহমান, মক্কা  ::

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত ও আরো ৫ বাংলাদেশি আহত হয়েছে, সৌদি আরবের স্তানীয় সময় মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে,খবর নিয়ে জানা যায় তায়েফে কাজ শেষে সড়ক পথে রাজধানী রিয়াদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্তলে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির(২৮) ও একই জেলার লাঙ্গলকোর্ট উপজেলার মো রিপন(২৯)  এছাড়া আহতদের পরিচয় জানা যাইনি তবে আহত ৫ জনকে হেলিক্পটার যোগে রিয়াদের সমূচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত: