ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে পুড়লো বাংলাদেশিদের শতাধিক দোকান

আরটিভি অনলাইন :
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি মার্কেটে আগুন লেগে দুইশরও বেশি দোকান পুড়ে গেছে। এসব দোকানের বেশিরভাগের মালিকানা বাংলাদেশিদের।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ নামে পরিচিত বিপণিবিতানটিতে এ ঘটনা ঘটে।
মার্কেটের একজন কর্মী প্রবাসী বাংলাদেশি হাসান তালুকদার জানান, আগুনে দুইশরও বেশি দোকান পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
তিনি বলেন, আমার বাসা ঘটনাস্থল থেকে ১০০ মিটার দুরে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দেয়নি। ঘটনার দুই ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

পাঠকের মতামত: