ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে চকরিয়ার হাজি আবু তালেবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আবু তালেব (৬২) নামের চকরিয়ার এক হাজির মৃত্যু হয়েছে। আবু তালেব চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম মাইজঘোনা (মাষ্টার পাড়া) এলাকার মৃত আহমদ কবিরের বড় ছেলে। গতকাল বুধবার (১৮জুলাই) সৌদি আরবের সময় ভোর ৫ টার দিকে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার ছেলে মোশারফ হোসেন। সাহারবিল ইউপি চেয়ারম্যান মো.মহসিন বাবুল সৌদি আরবে নিহত হাজি আবু তালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাজির ছেলে মোশারফ হোসেন চকরিয়া নিউজকে বলেন, গতকাল বুধবার ভোরে সৌদি আরবের সময় ৫টায় পবিত্র মক্কা শরীফে ফজরের নামাজ পরে হেঁটে বাসায় যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।একই দিন বাদে জোহর পবিত্র মক্কায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত: